মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

জীবনের নাট্যমঞ্চে সব কিছু ভুলে
প্রসাধনে নীরব ক্ষত তুলির আঁচড়ে ঢেকে
নিজেকে পরিপাটি করে সাজাতে শিখেছি,
শিখেছি নিখুঁত অভিনয়ে সারতে
জীবনের প্রাত্যহিক পাঠ।
এক দিন বড় বেশী দেশী কাঁচেরমতো ছিলাম
আজ ভাঙ্গা কাঁচ জোড়া দিতে শিখেছি,
শিখেছি নিজের অঙ্গচ্ছেদের প্রতিস্থাপন,
বাঁচার তাগিদে খসে পড়া টিকটিকির লেজেরমতো
শিখেছি পুনরায় জন্ম নেয়া।
একদিন বড়বেশী অবলা ছিলাম
কত কিছুই জানতামনা,
আজ সব কিছু ভুলে সুখি মানুষ হয়ে
বেঁচে থাকতে শিখেছি,
শিখেছি সব হারিয়ে ভালো থাকা!
অসীম আকাশের বুকে
দূর-দূরান্তের মেঘেদেরমতো
সব কিছু পেছনে ফেলে
অবিচল চলে যাওয়া শিখেছি,
শিখেছি একা চাঁদেরমতো জেগে থাকা!
হঠাৎ ফলবতী হয়ে উঠা
দীর্ঘ দিনের অপেক্ষমান নিষ্ফল বৃক্ষের
ফল চেয়ে ঝরে যাওয়া বোলেরমতো,
অবেলায় খসে পড়তে শিখেছি,
শিখেছি অবলীলায় ধুলায় মিশে যেতে!
জীবনের উত্তাল সমুদ্রে পথ ভুল করে
হাল ছেঁড়া নাবিকেরমতো,
ভুল জলে ডুবে যেতে যেতে
অক্ষত ভেসে উঠতে শিখেছি,
শিখেছি উল্টো জলে সাঁতার কেটে জীবন ভাসাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন