মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

এখানে অন্তহীন নক্ষত্রের আলো ঠিকরে পড়ে
কী দারুণ প্লাবনে ভেসে যায় কুপকুপে আঁধার!
ভেসে যায় সকল সময়ের হিসেবনিকেশ।
রীতিহীন শব্দ কিম্বা বাক্যের মত শুভ্র উল্লোলে!
মাথার ওপর রুপালী চাঁদের অস্পষ্ট কায়া,
নিবিড় আঁধারে একাকী দেবদারু শহর আমার!
এখানেই ঘুমিয়ে আছে কোনো আদুরীর স্বপ্ন,
অথবা কোনো এক জয়ার নামহীন দীর্ঘশ্বাস।
হৃদপ্রদেশে বয়ে যাওয়া জলঝিরি নদী,
মাকড়সার জালের মতন জড়িয়ে আমায়!
আমি ফিরে যাই সবুজ ঘাসের বিছানায়।
স্নায়ুর মাঝে সময়ের অদ্ভুত স্পন্দন!
আমি ফিরে যাই আলোর বলয়ে,
গাংচিল আকাশে সোনাঝরা রোদ্দুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন