মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

আমার জন্ম তোমার জন্য নয়
গোটা গোটা অক্ষরে বিধাতা লি খেছিল সে কথা।
একটু একটু করে ছায়াপথ স্ফীত হচ্ছে
তারাদের মাঝে দীর্ঘ পরিসর, রাতের আকাশে
একা থেকে একা চাঁদ ...
রাত নামতে নামতে আলপথে ভিজে পায়
তোমাকে খুঁজছে...
তোমার একান্তের চাওয়া কলঙ্ক দিয়ে
অন্য কোনো গ্যালাক্সিতে যাবে সে -
যেখানে দিন এর আলোয় জোছনায় ভাসাবে সে।

আমি উজানে চলি, বারণ না শুনে আমি তোমাকেই
আমার এই জন্ম দিলাম...
বিনিময়ে বিধাতা আবার লিখেছে এক সত্য
আমার একমাত্র এবং শেষ যন্ত্রণা তুমি
আজীবন আকাশের রঙ লাল...
সেই ক্ষরিত রক্তের ছিঁটে
রাতদিন শুধু অপটু হাতে লিখে চলে এক নাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন