মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

খুব কাছ থেকে দেখা
দূর থেকেও
গ্রাম সীমানায় জেগে আছে
অন্যমনস্ক গাছের সারি
তোমার বৃত্ত পরিবৃত্ত;
ঘুরে দেখেছি---
কেন্দ্র বরাবর তোমার আলোছায়া
কারুকাজ ব্যাসার্ধে সময়ের ঢেউ
বাহারী বৈভব মন্ময় সমুদ্রের লবন ও লাবন্য;
সব পুড়ছে---
নদীর জল পাহাড়ের প্যারামাউন্ট নৈঃশব্দ
ম্যাগনিফাইং তছনছ অনবদ্য পতঙ্গবন সব সবকিছু...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন