মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

বৃষ্টি শব্দটার. মধ্যেই কেমন একটা ভিজে ভিজে ,স্যাঁতস্যাঁতে ভাব আছে। খুব গরমে মাতামাতি বা প্রচন্ড. শীতের কৌতুহলটুকু বাদ দিলে , বৃষ্টি বাকিটা সময় বেশ বিরক্তিকর । এই বিরক্তি ভাবটা আরো বেড়ে যায় বৃষ্টির নিজের সময়ে । তখন ছাতা, রেইন কোট , স্যান্ডাক জুতো ইত্যাদি ইত্যাদি বিক্রি হতে থাকে হুড়মুড়িয়ে। এমনকি যারা কখনো খবরে কোনো আগ্রহ বোধ করেন না , তারাও পূবা'ভাসের খোঁজ রাখেন এবং প্রয়োজন মতো সতক' হন ।
অথচ বৃষ্টি নামে। আপন নিয়মে নামে। আমাদের যাবতীয় হিসেব নিকেশের তোয়াক্কা না করেই নামে। যখন নামে একলা নামে না। গুমরে ওঠা এক আকাশের হাজার হাজার. মুক্তি হয়ে নামে। মাটির চির প্রতিশ্রুতি হয়ে নামে। এত নামলেও বৃষ্টির পতন নেই। বরং সে কখনো গান, কখনো কবিতা, কখনো বা এক চিলতে বারান্দায় অকারণ মন খারাপ হয়ে ওঠে।
বৃষ্টিতে আমরা সকলেই কম বেশি মুগ্ধ হই। বৃষ্টি কখনো মুগ্ধ হয় কিনা ,খুব. জানতে ইচ্ছে করে......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন