মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

পৃথিবী ঘুরছে
নিজস্বতার অমোঘ শৈলীতে--
সবাই বলছে ওটা
তোমার অক্ষম অনুকরণ;
তুমি হলে প্রথাহীন আলোকবর্ষ
নিকট আর সুদূরের অলক্ষ্য ধারাপাত
যত হিসেব থেকে
বেরিয়ে আসছে কৃষ্ণগহ্বর, আত্মগান;
যা আদতে শব্দের বৃষ্টিমুখ
ভিজতেই তার আলো বেরিয়ে পড়ছে
সময় থেকে সময়ান্তরে
তোমার হৃদয়গাঁথায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন