মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

জীবনের স্পষ্ট আলোয় নীলিমার কোল
পাখির ডানায় ওড়ে রাত্রির ঘুম।
মনের শিলালিপিতে অদ্ভুত কারুকার্য,
এমন সময় জীবনে আর আসেনি!
অঙ্কহারা সময় জোয়ার-ভাটার মত
বীণার তারে ওঠে সোহাগী ঝঙ্কার!
আশা-নিরাশার অতল পারাবারে,
এমন খেয়ালী মেজাজ আর ভাসেনি!!
চোখ ঝলসানো আলো ক্লান্তির পথে
স্নায়ুর স্পন্দন টুকরো স্মৃতি ঘিরে।
জীবন জুড়ে সাদা-কালো মানুষের ভিড়,
এত করুণ কঙ্কাল মানুষ আর দেখিনি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন