মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

আমি কি চেয়েছি সাতটি তারা, ছাতিমপাতা,
পটদীপ গান .... চাইনি কিছুই.....তবু ,
কেউ আসে ..
রেখে যায় কিছু অভিমানি খাতা...
আমি সীমানা পেরিয়ে যাবো
মেঘ যদি রেখে যায় কোন ইশারা।
প্রহরী - কাঁটাতার - রাত্রিকে ফাঁকি দিয়ে
একমুঠো উষ্ণ নরম আলো নিয়ে রেখে আসবো
তোমার কাঁপা ঠোঁটে...
তুমি ভিজবে আমার ভাবনায়, এইটুকু আশা নিয়ে
পথ চলায় ক্লান্তি আসেনি আজও...
হয় তুমি নয় আমি
চৌকাঠে পা রেখে ফিরে যেতে যেতে
পিছু ফিরবো
পাগল হাওয়ার ঝোঁকায় দ্বারে এসে দাঁড়াবে তুমি
মেঘ উড়িয়ে আমি পৌছে দেবো
ভেজবার ঠিকানা ...
ঝরঝর এই একঘেয়ে শব্দের সীমানা পেরিয়ে এসো
খোলা বুক পেতে
আমি রই অপলক চেয়ে, ইশারা পেলে
কাঁটাতার - প্রহরী - রাত্রিকে ফাঁকি দিয়ে
উষ্ণতা মাখবো ...
সীমানা পেরিয়ে যাবো ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন