তুমি দূরে চলে গেলে মেঘেরা পালায় সারি সারি
তুমি ফেরালে মুখ দেবো মেঘেদের সাথে আড়ি।
বনতুলসির মতো কেন রুক্ষ মাটিতে ফেলো শ্বাস
চৈত্র রোদ্দুরে পোড়ে এখানে তোমার বসন্ত বারোমাস
পৃথিবীর সব হাওয়া স্নানে নামে গঙ্গার জলে
পাখিরা আনন্দে মাতে তা দেখি আমি অবাক নয়নৈ
বরর্ষার বৃস্টি হয়ে ঝরে যায় তোমার বাড়ীর আঙ্গিনায়
অসহায়ের মত রোমন্থন করি তোমার সৃত্মি গুলো হায়।
তুমি ফেরালে মুখ দেবো মেঘেদের সাথে আড়ি।
বনতুলসির মতো কেন রুক্ষ মাটিতে ফেলো শ্বাস
চৈত্র রোদ্দুরে পোড়ে এখানে তোমার বসন্ত বারোমাস
পৃথিবীর সব হাওয়া স্নানে নামে গঙ্গার জলে
পাখিরা আনন্দে মাতে তা দেখি আমি অবাক নয়নৈ
বরর্ষার বৃস্টি হয়ে ঝরে যায় তোমার বাড়ীর আঙ্গিনায়
অসহায়ের মত রোমন্থন করি তোমার সৃত্মি গুলো হায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন