মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

সূর্য নেই,চন্দ্র নেই
দিন-রাত্রি নেই,
অনন্ত কালো অগ্নিময়তা
বেদনার ক্ষূধার্ত ঈগল
ডানা মেলে আছে,
শূণ্যতার নীল মেঘ ছুঁয়ে।

নিঃসঙ্গতার নীরব দহনে
আকণ্ঠ ডুবে আছি,
বিষণ্নতার জ্বলন্ত নরকে
স্তব্ধতার বুকে মুখ রেখে
গভীর অন্ধকারে নিমজ্জিত,
দুঃখতলানির শেষ বিন্দু আমি।
তুমি আজ আলোকিত
অন্য কোন গ্রহে,
স্বপ্নের সৌর-মন্ডলে
তুমি আজ সত্যি সত্যি
স্বপ্ন-মরিচিকা,
তষ্ণা দগ্ধ অন্তরে।
অলৌকিক দিক্ ভ্রমতা
আমাকে দিয়েছে,
পেয়ালা ভর্তি অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন