সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫




আমি কি তলিয়ে যাচ্ছি কোনো অতল সমুদ্রে?
কি যায় আসে,
যদি আমি বৃক্ষ হয়ে আটকে পড়ি কোনো অরন্যে,
জানি কিছুই যায় আসবে না
যদি ঝিনুক হয়ে তলিয়ে যাই ওই অনীলে;
আমার দুঃখ, ব্যাথা, কষ্ট, ভালবাসা  

কিছুই আর আলোড়িত করে না আমাকে
আর কতটা পথ পারি দিলে পৌছব গন্তব্যে?
কতটুকু সইলে তবে শেষ হবে কষ্টের জালবোনা!
আর কত রাত পার হলে দেখব ভোরের আলো?
নাকি এখানেই শেষ হয়ে যাবে সকল পথ চলা!
এখানেই বুঝি থেমে যাবে সব,
জীবন এসে থমকে আছে যেখানে;
আমি আর এগুতে পারছি না,
জীবন আটকা পরেছে পাথর সময়ে।
আমার পা দুটো যেন
শেকড় হয়ে আটকে যাচ্ছে মাটির সাথে;

চারিদিকে কাঁচা শৈবালের গন্ধ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন