সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

যদি ভালো না লাগে,
যাও হারিয়ে হেমন্তের ফুলের গুচ্ছের ঘ্রানে,
দুরন্ত মনে হৃদয়ের মাখামাখি খেলায় উঠো মেতে,
গাছের পাতা বৃষ্টির ছোঁয়ায় নতুন মুকুল মেলে,
প্রান খুলে উড়ো তুমি ইচ্ছের জগতে,
ঘুঙুর পায়ে বৃষ্টি নাচে, তুমি নাচো তারই তালে।

যদি ভালো না লাগে,
ফিরে এসো প্রভাতের ঐ প্রথম ভাগে,
সোনা রোদ্দুর অঙ্গে মেখে।
যদি ভালো না লাগে,
মধ্য দুপুরে ঝিলমিল জলে ,
কথা কও মাছরাঙার সনে,
উড়ে উড়ে যাও চলে,
সারি সারি ঐ সাদা বকের দলে।
যদি ভালো না লাগে,
আলতা মেখে নিজ পায়ে,
গাঙের জলে ভেলা ভাসাও আপন হাতে,
রাশি রাশি শাপলা তুলো হাসি মাখা মুখে।
যদি ভালো না লাগে,
ফিরে এসো আমার কাছে,
অপার ভালবাসায় তোমার প্রান জুড়াবে।
যদি ভালো না লাগে,
দেখো, রাতের আকাশে তারার ন্যায় জোনাক জ্বলে,
নিশাচরদের উড়াউড়ি,
চরকা কাটে দেখো চাঁদের বুড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন