রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

রাত্রি নামা চাঁদের বুকে
বিশাল বটের ছাঁয়ে,
ইচ্ছে ডানা থামলো এবার
চললো পায়ে পায়ে।
ইচ্ছে ডানার সাধ হয়েছে
আকাশ বাড়ি ছোঁবে,
রাত্রি জাগা তারার বুকে
চোখটি পেতে শোবে।
সবুজ সুতোয় বুনছে ডানা
যোগ বিয়োগের খেলা,
কাটছে সাঁতার মনের ঘরে
ভাসিয়ে দুঃখের ভেলা।
রোদ বৃষ্টি গায়ে মেখে
শুভ্র ঝড়ের বেশে,
ইচ্ছে ডানা ছুটছে দেখো
নীল আকাশের দেশে।
পাখির ডানায় ভর করেছে
ছোট্ট তারি দেহ,
দুঃথের তরী ভাসছে মনে
দেখছে নাতো কেহ!
আকাশ বাড়ির সব দেয়ালে
মাতাল ফুলের ঘ্রাণ,
অপার দুঃখের জোছনা নিয়ে
ভরলো আমার প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন