সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

যে আমাকে ভালোবাসা চেনালো
যে আমাকে আলো-আশা চেনালো
সুখ-দুঃখ ছিঁড়ে যে চেনালো
জীবনের মানে,
তাকে আমি হৃদয়ে রাখি
তাকে আমি জীবনে চাহি
তাকে আমি কবিতায় বাঁধি
তাকে আমি ছবিতে অাঁকি
তাকেই আমি কণ্ঠে সাধি
সুরে আর গানে।

যে আমাকে আকাশ চেনালো
যে আমাকে নদী চেনালো
আঁধার ছিঁড়ে যে চেনালো
জোছনার রূপ,
তাকে আমি প্রিয়তমা মেনেছি
তাকে আমি অনেক ভালবেসেছি
তাকে আমি আকাশ বুঝেছি
তাকে আমি নদী জেনেছি
তাকেই ধরে আছি মনে
নির্বাক-নিশ্চুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন