সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

দরজায় কড়া নাড়ার প্রবল বাসনা
উজ্জ্বীবিত মনে সাহসের ক্ষীণ আশা জাগে
ব্যবধানের প্রাচীর দৃশ্যমান
অসম প্রেমের স্বীকৃতির গ্রহনযোগ্যতা
তবুও নিতান্ত বয়সের কাছে মূখ্য শ্বাশত প্রেম।
আবারও সেই পুস্পকামিনীর শরীরী কায়া
সুরের ঝংকারে ঝংকৃত হাসি
মাতাল হৃদয়ে আগুন ধরায়।
হাতের মেহেদী
বাহুডোরে নতুন জীবন
পুস্পকামিনীর চোখভরা রঙ্গীন উল্লাস ।
যুগ যুগ পর আজও সে অস্পর্শা
আমার সেই অব্যক্ত ভালবাসার কাঙ্খিত পুস্পকামিনী।
হৃদয় বীণায় সুর তুলেছিল সেই পুস্পকামিনী
স্নিগ্ধ তনু সিক্ত করেছিল মরুভূমির প্রান্তর
সুরের মূর্ছনায় ঝংকৃত হাসি
কাঁপিয়ে দিত দুর্বল আত্মাটাকে।
চাঁদের জ্যোতি লেপ্টে দিয়েছে তার আঁখিপল্লব
শরীরের ভাঁজে ভাঁজে তীব্র মাদকতায় মাতাল ক্ষণ।
আবেগী শিহরণ জাগায় মনে
এক চিলতে নরোম রোদ মুখের উপর
সৌন্দর্যের স্বমহিমায় উদ্ভাসিত পুস্পকামিনী
মেলে ধরে নিজেকে দ্বিগুণ মাত্রায়।
বাঁধ ভাঙ্গা জোয়ারে প্লাবিত হতে চায় তপ্ত হৃদয়
জানান দিতে চায় অব্যক্ত ভালবাসার গভীরতা
আশা নিরাশার দোলাচলে শঙ্কিত মন
প্রাপ্তি নাকি অপ্রাপ্তি
মিলন নাকি বিরহ
প্রশ্নবিদ্ধ মন ভাবনার আকাশটাকে আরও ঘোলাটে করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন