বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আচ্ছা তুমি বলতে পারো একটা শব্দে-
কখনো কবিতা হয়?
অথবা এক জীবনে সকল স্বপ্ন-পূরণ?
তোমাকে ভালবেসে আমি লোভী হলাম
কামনায় নীল হলাম, স্বপ্নচারী হলাম
অথচ সমাজ আমাদের পায়ে বাধা
বাস্তবতা চোখের সমানে;
তুমি কেবলই-
আমাকে ভুলেতে আমাকেই মনে করো।
সেই রাত থেকে কাল রাত,পৃথিবীর শেষ রাত
ভুলতে পারবে আমাকে যদি ভালবেসে থাকো
তবে কেন রক্তাক্ত হও প্রতি রাতে?
কল্পনার তৃপ্তিটুকু রোধ করোনা…..
ভালবাস এই সত্যটুকু অস্বীকার করোনা।
তাই প্রশ্ন জাগে মনে;
তুমি কি আমাকে ভালবেসে ছিলে
নাকি ভুলতে চেয়েছিলে তোমার অতীত?
বিশ্বাসের কোন মন্ত্র আছে?
আমার কবিতার প্রতিটা শব্দের মাঝে
তুমি তোমাকে খোঁজো, আশ্রয় খোঁজো
তুমি কেবল একটা শব্দই খুঁজে ফেরো।
আমার দুঃখবোধটা শুধু সেখানেই
কখনো বুঝতে চাওনি-
পুরো কবিতা তোমাকে নিয়ে লেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন