মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

জন্ম নেয় নতুন এক হৃদয়

==============
 শব্দহীন জগতে
রহস্যময় শব্দ সৃষ্টি করে
আমার শরীর ক্লান্ত হলে,
তোমার চোখে যুগল ছবি আঁকি
যতক্ষন .. না .. ভোর আসে
পূর্বাকাশ লাল হতে শুরু করে
যত দূরে সরে যাও তুমি
ততই নিকটে আসো প্রকৃতির খেয়ালে ।
অস্পস্ট তারারা অচেনা ভাষায় কথা কয়
কেউ আর শোনে না তা
আমি শুনি –
মৃত পাতাগুলি শান্তিতে মাটির বুকে ঝরে পরে
অত:পর
একটি তারা হতে অপর একটি তারা
কত আর যেতে পারে দূরে?
একটি জীবন মৃত হয়
জন্ম নেয় নতুন এক হৃদয়
যদিও শরীর ঝরে যায় শীতে
তবু স্বপনেরা কি মৃত হয় ?
কিংবা প্রণয় ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন