সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

জোছনা ভরা রাত আসেনা,
ফুলের বাগান আর হাসেনা
তেমন ভালো কেউ বাসেনা।
মেঘে ঢাকা চাঁদের মত
শেষ বিকেলে সুনীল টানেনা
হিম বাতাসে মন মানেনা,
মন কি চায় মন জানেনা
নীলাকাশে পাখি ওড়েনা,
হাতের উপর হাত পড়েনা
চোখের পলক আর সরেনা।
এখন সময় বিষণ্ন সন্ধ্যার মত
সময় এখন নেকড়ের আঁধারের মত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন