বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

খুশির কল্পনায় মত্ত রঙ্গিন দিনে
মধুর শব্দ চয়নে মগ্ন আমি
তোমাকে নিয়ে লিখছিলাম
সিগ্ধ প্রেমের কবিতা।
অকস্মাৎ তুমি এসে দাঁড়ালে
আমার উদবেল শরীর ঘেঁষে!

তোমার চাঁদ-বদনের প্রাণবন্ত হাসি
বসন্ত আনে আমার ছন্দময় মনের
রোদেল চাতালে!
কী এক নাম না জানা আকর্ষণ
আমাকে টানে তোমার দিকে, আর
এই উদ্দাম আমার মাঝে
নড়ে-চড়ে উঠে
এক প্রকার স্পর্ধা হীন স্পৃহা!
তোমাকে আলিঙ্গন করতে গিয়ে
হঠাৎ সম্বিৎ ফিরে আমার!
মূলত তুমি ছিলেনা আমার পাশে,
তোমার মতো কেউ আসেনি
আমার সামান্য ঘরে।
আমার লাগামহীন খুশির কল্পনা
তোমাকে নিয়ে সৃষ্টি করেছে
স্বপ্নীল প্রেমের কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন