রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

উচাটন মন ভীষণ রকম
যায়না বোঝা রকম সকম।
আঁধার শেষে আলোর রেখা,
ঝাপসা চোখে যায়না দেখা।
আঁধার আমার একলা নদী
মনের কোলে নিরবধি,
জলের ধারায় পাগলপারা
তোমায় ঘিরে বাঁচা মরা।
রাতের মাঝে ধ্রুবতারা
প্রভাবিত তোমার দ্বারা,
জোছনা আকাশ যায় মিলিয়ে
আদর সোহাগ সব বিলিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন