সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

আমি পথ চলি, থমকে দাঁড়াই,
এক আকাশ মেঘ নিয়ে।
নিঃশ্ব হতে হতে এখনও,
দাঁড়িয়ে আছি সম্মুখে,
বিবর্ণ অবসন্ন বুকে।
জানি, দুজনের দেখা ভুল পথে,
আক্ষেপ আর বিলাপে।
থেমে যাওয়া হৃদপিণ্ডে,
আমি নত হই অবশ প্রানে,
সয়ে যাওয়া অপমানে।
জানি, তুমি আছো পাশেই
অস্তিত্বে, অহংকারে, নিরবে।
আমি অনুভব করি তোমাকে,
কতকাল ধরে ক্ষনে ক্ষনে,
এই থেমে যাওয়া, রুদ্ধ মনে।
জানি, তুমি আড়ালে থাকো,
তাকাও না আর ফিরে।
নিরব থাকো অভিমানে,
মন খারাপে, রাগে বা বিরাগে,
ভালবাসাহীন অনুরাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন