রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

পৃথিবী ঘর ছেড়ে আমারে সে এনেছিল
পৃথিবীর পথে ।
নক্ষত্রের রাতে চুপে বলেছিল
"মানুষ মরে গেলে আত্না অদৃশ্য হয়;
আর প্রেমিক মরলে ‘অন্ধকার’।"
অন্ধকার মৃত্যুঞ্জয়ী।
এক জীবনে আমাদের পাওয়া হয়না কিছুই
তবু যে পায় , সেই জানে
না পাওয়ার ব্যথা !
মানুষ তবু স্বপ্ন নিয়ে বাঁচে
একটি , দুটি আথবা তিনটি স্বপ্ন
এ বুকেও ছিল নদী ঢেউয়ে ছড়ানো
আত্নবিশ্বাসী রোদের মত
যখন মানুষ ছিলাম
যখন জীবন ছিল আমার হাতের মুঠোয়
আসহায় বন্দি;
আমাকে আমার ভিতর হতে
বাহিরে প্রকাশিত করা হল;
সে এক পরিচয় হীন কবি ।
সমস্ত হারিয়ে সেই প্রশ্ন করে;
এই জীবন কেন পাখি কিংবা নদীর নয় ?
এর উত্তর বহুকাল আমি পাইনি
এ আমার আজন্ম আক্ষেপ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন