রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

আমি যা ভাবি
তুমি তা ভাবোনি কখনো
এমনকি এখনো পর্যন্ত,
নইলে তোমার আমার ভাবনা
সেই কবেই বাশেঁর বাসুরী ফুঁকে সুমধুর সুর হতো;
না হয় রবি ঠাকুরের প্রিয়ার মতো
মৌনতা সব খেতো-
অথবা আড়মোড়া ভেঙ্গে ভাবনা সব
কলি ছেড়ে গোলাপ হয়ে ফুটতো!

আমি যা ভাবি
তুমি তা ভাবোনি কখনো
এমনকি এখনো পর্যন্ত,
নইলে তোমার আমার ভাবনা
সেই কবেই মিলে মিশে একাকার হয়ে যেতো;
না হয় অবিরাম ধারায় আবেগিত বৃষ্টি ঝরিয়ে
দু হৃদয়ে বন্যা বইয়ে দিতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন