রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

তুমি আছ,
তাই এই বনানী এত ভালো লাগছে আজ
পূর্বে তো কখনও দেখিনি প্রকৃতির এই অপূর্ব সাজ!
তুমি আছ,
তাই আমার সৌন্দর্যের অন্তঃদৃষ্টি ডানা মেলেছে।
সত্যিই কি তুমি কাছে আছ? নাকি আমি আছি স্বপ্নের মাঝে?
স্বপ্ন যদি হয় তাহলে এই ঘুম যেন কখনও না ভাঙ্গে
সত্যি যদি হয় তুমি চিরদিন থেকে আমার সঙ্গে।

তুমি আছ,
তাই এই শালবনকে লাগছে অপূর্ব
সেজেছে অপরূপ সাজে।
শালবনের গাছগুলির ফাঁক দিয়ে আকাশ উঁকি দিয়ে আছে।
যেন তোমার আকাশী রঙের পোশাক দেখছে মুগ্ধ নয়নে
আর হয়তো ভাবছে তার রঙের পোশাক পড়াতে,
তোমাকে প্রতিমা সুন্দর লাগছে।
তুমি আছ,
তাই পাহাড়গুলোকে অদ্ভুত সুন্দর লাগছে।
শিশির ভেজা পাহাড়ের ঘাসগুলো ভিজে চিকচিক করছে
পাহাড় যেন তোমার দিকে তাকিয়ে আছে
সোনালী পাড়ে কালো শাড়ীর কারুকার্যে তোমাকে বেশ মানিয়েছে
আর তোমার চোখের আনন্দের ধারা দেখে হয়তো ভাবছে-
তার বুকের কচি ঘাসগুলোর মত তোমার মায়াবী দুটো চোখ চকচক করাতে
তোমাকে প্রকৃত সুন্দর লাগছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন