মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

এ পিঁপড়েদের কোন দেশ নেই রাজা নেই
মৃত্যুর অনন্ত স্রোতে ভেসে যেতে
এক একটা পিঁপড়ের জন্ম হয়,
অসময়ে কবরবাস হয় মৃত্যুর দ্বীপে।
এদের বিশাল অংশ পিষে যায়
এদের বিশাল অংশ পুড়ে যায়,
তবু অক্ষত -অধরা থাকে;
নেপথ্য বিষবৃক্ষের-শিকড়।
ওরা জানেনা ওরা অবাঞ্চিত
ওরা জানেনা ওদের বাঁচার অধিকার নাই,
ওরা জানেনা এই খাবারের লোভ
ওদের মরণের কারণ হতে পারে।
ওরা জানেনা ওরা আবর্জনা
খাবারের লোভে বানের জলে
দিক্ চিহ্নহীন ভেসে যেতে পারে
এক জগত থেকে অন্য জগতে।
আমি আজ মানুষ দেখিনা
শুধু দেখি দল বেঁধে,
পুড়ে যাওয়া পিষে যাওয়া
মরে যাওয়া লাল পিঁপড়া।
বড় বেশী খাবারের লোভ ওদের
খাবারের আশায় গ্রাম থেকে শহর,
সারা দেশ চষে বেড়ায় ওরা
একমুঠো খাবার একটা গর্ত থাকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন