শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

অপরিচ্ছন্ন সভ্যতায় তোমার বিপন্ন বিবেকে ভাসে তাঁর প্রান
তোমার পাপে অভিশপ্ত তাঁর জীবন,
তোমাকে অশান্ত পৃথিবী জয় করে দেয়া,
কিংবা তোমার সুখের জাল বুনন,
এই শুধু তাঁর কাজ।
তাঁর নিঃশ্বাসের হাওয়ায় দুলছে তোমার নরম শয্যা।
তোমার তরেই কি শুধু বিকিয়ে দিবে তাঁর যত আছে সব!
বিবেকহীন পৃথিবীতে অবিবেকের কেন এই মোহ উৎসব?
আমি জানি, তোমার চোখ কখনো ভিজে না,
ওখানে এক ফোটাও অশ্রু নেই,
লোভ আর রক্তের নেশায় মত্ত তোমার চোখ,
হিংসা কিংবা প্রতিহিংসা নয়,
তোমার চোখ দেখে শুধু বিত্ত, বৈভব।
গলিত লাশ গুলো তোমার দিকে তাকিয়ে রয়।
তাঁরা কখনো তোমার শত্রু ছিল না,
তুমি কখনো তাদের নাম জানলে না,
কখনো জানলে না কি তার পরিচয়?
হয়ত কখনো দেখনি তাঁকে,,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন