মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

গোপন প্রেমের মহানন্দা ভিড়িয়ে দিতাম কোনো এক সুখম উপকুলে
তোমার কারুকর্মের দোয়াত ছুঁয়ে অতি প্রাচীন কলমে
রুদ্ধশ্বাসে লিখতাম প্রতিদিন হৃদ-প্রেমের কবিতা
বোনা যেত আরো কিছু স্বপ্ন সীমাহীন বিপুল আকাশে
সময়টা জানা গেলে একটা হীরের আঙটি গড়াতাম তোমার অনামিকা মেপে
কৈলাস শৃঙ্গের হিমবাহ ভেঙ্গে আরেকটি ব্রহ্মপুত্র দিতাম গড়িয়ে বঙ্গোপসাগরে

রাজসিক অপচয়ে বড় নিঃশব্দে ফুরিয়েছে জীবনের সব উপার্জন
পথ চলতে কখনো তবু হাত চলে যায় মনের পকেটে
সিকি আধুলির মত ঝনঝনিয়ে কাঁদে এখনো খুচরো কিছু সময়
বিকেলের “যাই যাই” রোদে প্রলম্বিত ছায়া দিগন্ত ছোঁবার আগে
জীবনের বাকী পথটুকু মাপা গেলে বেশ হত!
জীর্ণ প্রাসাদটা ঘুরিয়ে দিতাম অজানু, --সুবর্ণ কোনো নগরীর দিকে
নিভৃতের সেই বাগান বাড়ীতে প্রতিশ্রুত চুনকাম সেরে
দক্ষিণের বারান্দায় ফোটাতাম দোলনচাঁপা, রজনীগন্ধা আর কাঠবেলী;
তোমার প্রিয় সব সাদাপরী ফুল বাতাসে তুলতো সুনিপুণ ঢেউ...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন