মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

মন্থর গতিতে বয়ে চলা নদী আমার মতোই একা
অব্যর্থ হাহাকার ছুঁড়ে শূন্য তীরের দিকে।
নদী কি কখনো ভালোবাসে?
আমার মতো এমন করে,
তারও কি স্বপ্নহীন
রাত-দিন?
বুকের ভেতর অদৃশ্য নদী বয়ে যাচ্ছে
এক কষ্টের ঢেউ অবিরত ভাঙ্গছে দুকূল
আঘাত আঘাতে রক্তাক্ত করছে।
ঢেউয়ের তাণ্ডব নৃত্যে ভেঙ্গে যাচ্ছে
হৃদয়ের ডাল পালা।
মাঝে মাঝে ইচ্ছে করে এর স্রোতের নীচে
ডুবতে ডুবতে পাল্টে দিই
আমূল আমাকেই।
বসন্তের দুরন্ত বাতাসে রিরহের পায়রা
বুকের ভেতর পাখা ঝাঁপটে মরছে ,
ডেকে নিয়ে যাচ্ছে হিমযুগে।
শেষ রাতে অদ্ভুত স্বপ্নে কার সোনার তরী ছুঁয়ে যাচ্ছে
আমার দ্বগ্ধ জীবনের বিবর্ণ উপকূল ।
নিঃসঙ্গ নদী কূলে দাঁড়িয়ে থাকি
একা অসীমেরপানে চোখ মেলে,
সময়ের ঘড়ি বেজে যায় বিরতিহীন।
গাঙচিলের আর্তচিৎকার ছাড়া আর কিছু নাই,
ভয়াবহ নিস্তব্ধতায় একাকার সব।
ডুবন্ত জীবনে নিঃশ্বাসহীন ফুসফুস পূর্ণ হচ্ছে
দুঃখের অক্সিজেনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন