মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

যন্ত্রনায় ককাচ্ছি অভূক্ত সাদা বিছানায় পড়ে,
পাঁজরের তলায় উল্টে যাচ্ছে কবিতার সৌরস্থাপনা।
শেষ পংক্তি ছাড়া ছাড়া মনে পড়ে ঠিক যেনো
আমার খুড়িয়ে চলা বর্তমান জীবন
ঝড়োরাতে ভেসে যাওয়া খড়-কুটোরমতোন।
আজ ঘুম থেকে উঠে দেখি মাটির মূ্র্তিরমতো,
আঘাতে আঘাতে ভেঙ্গে গেছে আমার কবিতার প্রতিমা।
মৃত্তিকার সুপ্ত উর্বরতারমতো মনে করার চেষ্টা করি,
প্রথম পংক্তি ভুলে গেছি প্রথম না বলা প্রেমেরমতো।
মাঝ পংক্তি ধূসর মরুরমতো ঝলমলে মরিচিকা,
এই আছে এই নাই ভীষণ ধাঁধাঁর গভীর আঁধার।
সেই শেষ পংক্তিই শুনতে চায় এক পাগল কবি,
আমি তাকে বলি যতো টুকু মনে পড়ে ঠিক এমন।
'সময়ের আবর্তে বদলে গেছে সব কিছু,
হয়তো বদলে গেছো তুমি.........
আমি কিন্তু আজও অনাবাদী শব্দচাষী।''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন