মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

যে পাওয়া যোজন যোজন দুরত্বে উজ্জ্বল
আমি তার স্বাদ পেতে চাই,
যে পাওয়া নৈকট্যে উজ্জ্বল
আমি তারও স্বাদ পেতে চাই।
নিজেকে সঁপে দিয়েছি তোমার মাঝে
তুমি আমার জন্মাবধি অপেক্ষার অণল
আমি কেবল তোমার দিকেই সদা ধাবমান।
জীবনের সকল প্রতিক্ষার উপমাকে ব্যর্থ করে
তোমাকেই শেষ গন্তব্য জেনে ভাসাই
জীবনের প্রদীপ মৃত্যুর উৎসবে।
তুমি আমার শেষ ঠিকানা,
হৃদয় খুঁড়ে খুঁড়ে তোমাকে খুঁজে ফিরি,
নৈকট্য-দুরত্বের পরিমাপ নির্ণয় করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন