মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

স্বপ্নের কষ্টপীড়নে হৃদয়ের চোখে জল,
জীবনটা ধীরে ধীরে রুক্ষ হচ্ছে।
ডুবেছে দুর্দশার আঁধারে, ডেকেছে বৈষম্যের চাদরে,
বৈষম্যতার বাঁধভাঙা বিলাপে চাদর হারায় তাঁর অস্তিত্ব।
ইচ্ছের আকাশে আজ আর্তনাদের বজ্রকম্পন,
উঁই পোকার মত জীবন নিয়ে,
কেটে চলেছি দরজা, জানালা, বই, খাতা, পেন্সিল।
চাঁদের পৃষ্ট ধূসর হয়ে যায়,
ধীরে ধীরে সরে যায় পৃথিবী থেকে আরো সূদুরে।
যাযাবরের সাথে সমঝোতা!
বিবেকহীন বর্বরতা, সমতার দুর্বলতা,
কষ্ট বিলাসে, ভোগ তালাশে, ভাসছে রুক্ষ জীবন,
নিরাপদে ধ্যানমগ্ন হয়ে, কষ্ট নেয় তাঁর পদ্মাসন।
অন্ধকার ভেদ করে আগুন,
উষ্ণতা নামবে অঝোর ধারায়
কষ্ট হবে, খুব কষ্ট হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন