শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

এ ভাবেই চলে জীবন,হয়তো চলবেই
সোনালী স্মৃতির কিছু কোমল পালক
রেখে একদিন আমিও ছাড়বো
অতৃপ্ত জীবনের সবুজ মায়া।
নিয়তিটুকুই ভাগ্যে বর্তে ছিলো আমার
তারপর চলে যাওয়া শুধুই ব্যর্থতা নিয়ে,
একা একা অসীম অজানায় যেখানে
আমার কবিতার বিষণ্ণ শিশির ঝরে পড়ে।
মাঝে মাঝে কি নিয়ে কবিতা লিখবো
ভাষা খুঁজে পাইনা,
মনে হয় সব বুঝি হারিয়ে ফেলেছি
তবু শূন্য মগজ-মেধা নিয়ে কলম ধরি।
ভয় হয় আজ কিছুই হবেনা
মনের মতো কিছুই হয়না,
তবু লিখি এই আশায়
হয়তো একদিন কাংখিত কিছু হবে।
আসলেই কি হয়?হয়েছে?হবে??
হিসেব করিনা,জানি হবেনা,
হয়নি কখনও
তবু খড়-কুটো কুড়িয়ে পথ চলা।
না হওয়ার চেতনা আজ বৃষ্টি নামায় বুকে
‘হবেনা কিছুই’ এই ঘন দীর্ঘ শ্বাসের
কালো মেঘ আমার আকাশ থেকে
আকাশে প্রলম্বিত হয় কেবল ।
এক জীবনে কতোটা হারায় মানুষ
জানিনা,শুধু জানি হারানোর নেশা
আমায় বার বার আচ্ছন্ন করে
আমি পেতে গিয়ে ফের হারাই
নিজেকে হারিয়ে খুজি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন