মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

আমাকে কেবল পুড়ায়না পবিত্রও করে।
তোমার কাছে কিঞ্চিত প্রত্যাশা মেলে ধরি
অথচ তুমি ভেসে যাও বিপরীত স্রোতে
কানাকড়ি দিতেও কার্পণ্য তোমার।
এক শীতরাতে পত্রহীন শূন্য বৃক্ষের ডালে
রাত জাগা এক হলুদ পাখি ডাকে
তৃষ্ণার আগুনে আকণ্ঠ পুড়ে পুড়ে।
অশান্তির আগুনে যদি পুড়াও দুঃখ নাই
তোমার মতো কে আর এমন
ভালোবেসে পুড়াতে পারে।
নৃত্যের ঝংকারে রাতের নির্জনতা ভেদ করে
আমাকে অস্থির করে তুলে,
ক্লান্তিহীন নাছোড় সে হলুদ পাখি
সব কিছু উপেক্ষা করে এক টানা ডেকে যায়
আমার ঘুম-জাগরণ স্বপ্নের ভেতর।
প্রতি ডাকে কণ্ঠে তার কষ্টের বীণা বাজে।
অদ্ভুত আঁধারে ডুবে যায় সব,
তবু সে ডেকে ডেকে কণ্ঠে রক্ত ঝরায়।
বোকা পাখি বুঝে না ফাগুন বাতাস
গ্রহণ করেনি তাকে।
অগ্নিময়তার মেঘলোকে একা একা
কতো অগ্নি প্রহর পুড়ে পুড়ে গিয়েছি
বিচ্ছিন্ন জনহীন দ্বীপের মতো,
তুমি আর কতোটা পুড়াবে আমায়!
পৃথিবীর অন্তিম মুহূর্ত অবধি
কণ্টকাকীর্ণ সমস্ত প্রান্তর পেরিয়ে,
তোমার কাছেই পুড়তে আসবো।
প্রাণোচ্ছ্বল হৃদয়ের মর্মমূলে
মৃত্যুর অধিক এ দহন,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন