শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

শ্রাবণের অঝোর ধারায়
ভিজেনা ধুলোময় বুকের আগুন,
বুকের পাঁজর বেয়ে ঝরে পড়ে পুঁজ
অতৃপ্তি আর করুণার অনলে পুড়ে
জেগে থাকি নিঃসঙ্গ একা একা,
অবহেলায় মরে যাওয়া ভালোবাসা
মাথা তুলে দাঁড়ায় না।
তুমি পাশে নাই ভাবলে
প্রলয়ের ঝড় উঠে বুকের বাগানে
সমাজ সংসার মিথ্যে তুচ্ছ মনে হয়,
দহন আর অতৃপ্তির অগ্নি ছাড়া
মনে হয় কিছুই নেই জীবনে।
ভালোবাসার বিস্তৃর্ণ সবুজ বৃক্ষের
শাখা-প্রশাখায় তোমার অনুপস্থিতি
আমাকে উন্মাদ করে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন