সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

ভালবাসা সে তো ছোট্ট একটা শব্দ
কিন্তু তার ব্যাখা করে শেষ করা সম্ভব হবে না..
ভালবাসা মানে কাছে পাওয়া তা সঠিক না....
অনেকেই আছে যারা দুরে থেকেও ভালবাসে....
ভালবাসা মানে নোংরামি না....
ভালবাসা মানে যদি সে কাছে নাও থাকে তাহলে
তার অনুভুতিগুলো ফিল করা....
ভালবাসা মানে দিনে ১০০বার I love u
বলা তা না....
ভালবাসা হচ্ছে তাকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করা....
ভালবাসার মানুষের কাছে কিছু আশা করতে পারা যায় না...
বরং তার ছোট্ট গিফট গুলোকে অনেক বড় করে দেখা...
ভালবাসা মানে আবেগের বসে তাকে চুমু খাওয়া নয়
তার সাথে রুম ডেট করা তা না...
ভালবাসা হচ্ছে তার সবচেয়ে বড় বিপদের
সময় তার হাতে হাত রেখে বলা
"কিছু চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে"
ভালবাসা মানে তার একটু অবহেলায় তাকে ভুলে যাবে তা না
ভালবাসার মানে হচ্ছে তার জন্য সারাটা জীবন প্রতিক্ষা করা...
ভালবাসার মানে এইটা না যে দুইজন দুইজনকে ভালবাসতেই হবে
ভালবাসা মানে নিজেকে এমন কিছু করতে হবে যেন
সে নিজেই তাকে ভালবাসি বলবে...
ভালবাসা মানে যে শুধুই KFC তে খাওয়াতে হবে তাই না...
ভালবাসা হচ্ছে রাস্তার পাশে একপ্লেট ফুচকা ভাগাভাগি করে খাওয়া..
ভালবাসা মানে তার সম্বন্ধে সব সময় পজেটিভ চিন্তা করা...
ভালবাসা মানে তার সাথে সারাজীবন এক ছাদে কাটিয়ে দেয়া নয়....
ভালবাসা মানে হচ্ছে তার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর
ঘন্টা অপেক্ষায় থাকা....
ভালবাসা মানে তার একটা মুচকি হাসি দেখে নিজেকে
পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ মনে করা....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন