শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

একটা সত্য শুধু জেনে যাও
আমার নিঃসঙ্গ রাতের আকাশে
যে খসে পড়া তারাটা দেখে
জীবনে প্রথম আমি কষ্টে কেঁদেছিলাম,
সেটাই ছিলে তুমি ।
আমার ভুলেই আমৃত্যু নির্বাসন আমার
জীবনের প্রথমই দেখেছি
ছদ্মবেশী সুখের কোকিল,
আর শুনেছি ভুল গান,ভুল করেই
দেখেছি ভালোবাসার হৃদহীন কপতটা।
তোমার কাছে কিছুই লুকাইনি আমি
দিবালোকেরমতোই মেলে ধরেছি
জীবনের সব সত্যকে,
আমার দুঃসহ কষ্টের প্রান্তরে
তোমার চেতনার বৃষ্টি ঝরুক চাইনা।
আমার নিজস্ব স্বপ্নহীন আঁধারে
আমি কোন চাঁদ চাইনা,
আসলে আমার কোন স্বপ্নের রাত নেই
আমার কোন সুখময় দিন নেই,
আমি আঁধারেই খুঁজি জীবনের রূপ।
ভালোবেসে হিসেব করিনি
পানির দামে বেঁচে দিয়েছি জীবন,
আমার বুকের নীচে কঙ্কাল হয়ে
পড়ে আছে মরা চাঁদ,
যার আলোয় তুমি জীবনের মুখ দেখতে চাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন