বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

দীঘির কাক চক্ষু জ্বলে পা টা ভিজিয়ে
স্মৃতিটুকু শ্মশানে রেখে এসো।
তুমি সবুজ হয়ে ফিরে যেও,
তোমার সবুজের ছায়া আমি হব না,
আমার প্রহর গুনে
তুমি অশ্রু ফেলো না।
এই আমার নয় অভিমান,
ভালোবাসার নীরব প্রস্থান।
যে আকাশ আমাকে আশ্রয় দিলো
তাঁর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেল না
আমি খুব কষ্ট পাবো, তোমার নিঃশ্বাস শুনে।
যেটুকু পথ মাড়িয়ে তুমি চলে গেলে
সেটুকু পথে ফিরে এসে যদি আমার দেখা না পাও
আরেকটু সামনে অগ্রসর হলে,
উচু টিলার উপর যেখানে শুকনো খেজুরের ডাল পোতা আছে,
সেখানে এস থেমো,
নিরবভাবে কিছুটা সময় পার করো।
আমার প্রহর গুনে
তুমি অশ্রু ফেলো না,
কারণ, ঐ অশ্রুতে আমি সিক্ত হব না।
কখনো ভুল করে এই পথে এসো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন