মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

মনে হয়, আমি যেন অভিশপ্ত মানুষ এক
কোনো দুঃখ মরে না যার
কুয়াশায় দাগ কেটে যায় আলো,
হারানোর ইচ্ছা অনিচ্ছায়
খুঁজে ফিরি নিষিদ্ধ ইরেজার।
সারাবেলা অন্ধকার বুকে বসে থাকি
সকাল দুপুর অহেতুক কেটে যায়,
জমে ওঠে ঘাসফড়িং প্রজাপতি
কোনো এক বিকেল বেলায়।
টের পাই সে জেগে আছে
ঘুম চোখে তাকায় বারবার
বুকে ভালোবাসা নিয়ে সেও অপেক্ষায়
তার গল্পটা কেউ জানে না, হিসেবি সময়।
সব মানুষেরই একান্ত বিকেল থাকে,
থাকে ধুলো ওড়া গোধূলি, দুপুর
চড়ুইভাতি, কানামাছি স্মৃতি
কিংবা মধ্যরাতের কাঙ্ক্ষিত সুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন