বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আমার আজকাল কি হয়েছে
কিসের এক অজানা আকর্ষণ
আমাকে আমার জগতে
সব কিছু ভুলিয়ে দিচ্ছে।
আমার সাজানো চারপাশ
লন্ড-ভন্ড হাস্নাহেনার ঝাড়
যতো কাছে সব ততো দুরত্বের
পর্দা ঝুলিয়ে দিয়েছে সমাজ,প্রকৃতি।
আজকাল মন বড় বেশী
উচাটন থাকে হাতের কাছের
দরকারী জিনিসগুলির কথা
বেমালুম ভুলে যাই।
বুকের ভেতর ফেলে আসা
দুরন্ত শৈশবের
টিনের চেরাগটি হঠাৎ করেই
ঢিপ ঢিপ জ্বলতে থাকে।
চোখে চশমা পরেই
ঘরময় খুঁজে বেড়াই
আয়নার সামনে গিয়ে হেসে ফেলি
ভুল করা সলজ্জ কিশোরের মতো।
পাঁজরের হাড়ে হাড়ে
মরুর লু হাওয়ারমতো
অদ্ভুত এক সাদা কষ্ট
অবিরাম করতালি বাজায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন