বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ভালোবেসে অন্ধ হয়েও বুঝিনি
প্রেম আর ছলনার ব্যবধান
কাঁটার আঘাত সয়ে জেনেছি
গোলাপের সত্যতা।
কষ্টমাখা সময়ের যবনিকাপাত হোক
সব অভিমান মুছে যাক নতুনের শীতল জলে
খুলে যাক জীবনে বন্ধ দরজা-জানালা
নতুন সূর্যের আহ্বানে পুনরায় জেগে উঠুক সব।
গহীণ সাগরের অন্ধ অতলে
খুঁজে চলেছি স্বপ্নের বাতিঘর,
না পাওয়ার আগুনে পুড়ে ছারখার সব,
তবু এগিয়ে যাই সম্মুখপানে ।
জীবনের অন্ধ গুহায় বিষধর সব সাপেরা
ফণা তুলে আছে চারদিকে।
ছোবলে ছোবলে রক্তাক্ত হয়ে জেনেছি
জীবনের নিষ্টুর সত্যকে,
ভুলে ভরা জীবনর পুরনো সুর্য ডুবে গিয়ে
পুনরায় উঁকি দিক নতুন সূর্য
ঢেউ জেগে উঠুক শান্ত থেমে যাওয়া নদীতে
চৈত্রের তীব্র তাপে পোড়া ক্ষয়-ক্ষতি সেরে যাক,
জোছনা স্নাত রাত্রি মুছে দিক
কষ্টের নীল চিহ্ন গভীর মমতায়।.................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন