বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্বাস করো আমি বুঝতে পারিনি
অকারণ অভিমানী মেঘে মেঘে এতোটা
ভারী হয়েছে তোমার মনের আকাশ।
তোমার শিশুসুলভ অবুঝ অভিমান
স্তম্ভিত করে দিলো আমার বেখেয়ালিপনা
সমস্ত বোধের আকাশ।
তোমার যেমন কেউ থাকেনা পাশে
আমারও তেমন অরক্ষিত জীবনের উপকূল
জলেও জলোচ্ছ্বাসে কুঞ্জ ভেসে যায়।
বিক্ষিপ্ত সময় পার করছি
দীর্ঘশ্বাসের শব্দে উলট পালট সব
আমি ভালো নেই ক’দিন ধরেই।
অদৃশ্য নিয়তি নিষ্ঠুর হাতে
বার বার কেটে দিচ্ছে
জীবনের গুনটানা সুতো।
তোমার ভয়ঙ্কর আভিমানে
আমার আজন্ম বেখেয়ালিপনার আকাশে
কাল মহাসেনের তান্ডব ছিলো।
অভিমান প্রাবল্যে আমার প্রতি
তোমার ভালোবাসার প্রাবল্যকেই
উলঙ্গ করে দিলে তুমি।
অথচ আমার বুকে কোন শিল্প নেই
নেই কোন রবিশস্যের উপস্থিতি
খরা দগ্ধ বিরাণ এক প্রান্তর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন