বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

তার একাকিনী হেঁটে যাওয়া
রিনিঝিনি বাজিয়ে নূপুর
উদাসী পথের বাঁকে,
কুয়াশার শীতের সিগ্ধ মায়ায়
কত কথা বলা হয়ে যায়
না বলা অনেক কথার ফাঁকে!

একাকী, আনমনে খুঁজে বেড়াই
পাতাঝরা উদাসী বিকেলগুলো
বিষণ্ণ প্রহর, সাঁজের লালিমায় ঢাকা,
মেঠোপথের অচেনা আঁধারে, মনে পড়ে
স্মৃতি জাগানিয়া সে পথ ছিল
সোনালী স্বপ্নে আঁকা!
রংধনু বিকেল, ধবল মেঘের ভেলা
ছুটে চলে ইছামতি-মধুমতি
বেলা অবেলায় অবিরাম কলকল,
গোধূলি সন্ধ্যায় মনে ভাসে
কাজল কালো আঁখি
লিলুয়া বাতাস, অলকানন্দা জল!
চেনাপথ ধরে হেঁটে যাই,
বেলা শেষের নির্জনতায় ঘেরা
হিজল-শিমুলের ছায়ে,
ব্যাকূল নয়ন থমকে দাঁড়ায়
চপল ছন্দে ছুটে চলা
ঘুঙুর বাঁধা পায়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন