শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

আমায় পাবে জোনাক আলোয়
রাত যদি হয় ভালোয় ভালোয়,
সবুজ বুকে জোনাক মেখে,
রাঙ্গা মুখে রাত্রি শেষে,
ভোরের আলোর কাটুক মেঘ
সুখের হাওয়া পাবে বেগ।
পাবে আমায় দীর্ঘশ্বাসে,
সুখী আমি অন্তিম নিঃশ্বাসে।
ভাবছ তুমি মুক্তি পেলে,
রেখে আমায় দূরে ঠেলে,
কাঁদছ কেন অঝোর ধারায়?
বৃষ্টি গাঁয়ে কিসের মায়া্‌য়,
নির্ঘুম রাতে খুঁজছ আমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন