বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

কি হবে এত লিখে?
আমার শুদ্ধ প্রেমে ইচ্ছে হলেই কি লিখতে পারি,
তারপরও লিখি
যদি তোমায় হাতে তুলে দিতে পারি,
অল্প কিছু সুখ,
জীবন নামের এক ক্ষণস্থায়ী সংসার ।
তোমার কষ্টটুকু যদি নিতে না পারি,
জীবনের প্রতিটি অলিতে গলিতে পদদলীত হচ্ছে
তোমার অস্তিত্ব।
কেঁদে কেঁদে উঠে আমার ক্ষুদ্র বিবেক,
তোমার জন্য,
বিলাসিতা ছেড়েছে তোমার অপরিপক্ক কঁচি হাত ।
আমার অসহায় নির্লজ্জ স্বপ্নগুলো,
নিঃশ্বাসে আড়ি পাতে।
চারদিকে এত জল্পনা কল্পনা চাপা উত্তেজনা
কোন আনন্দ ধ্বনি কিংবা কবিতার ভাষা নয় |
নিজেকেই ধিক্কার দিই
কিছুটা কষ্টও নিতে না পারি।
নিরবতায় কাটে কিছু নষ্ট সময়,
সময়ের নির্মম বাস্তবতায় নেমে আসে শব্দহীন স্তব্ধতা,
আহত ঘড়ির কাঁটা খুঁড়ে খুঁড়ে চলে,
ভাষা হারিয়ে গেছে কিছু নষ্ট গদ্যে,
দূষিত রুমাল দিয়ে পদ্যের ছন্দ মুছে,
আমার অক্ষমতা তোমার অশ্রু নামায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন