বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

চৈত্রাগুনে পোড়া দগ্ধ ভূমিতে চিরচেনা মুখ খুঁজি
তৃষ্ণার্ত চাতকেরমতো,
জীবনের বিপরীতে না পাওয়ার হাহাকার
মৃত্যুমাখা ডুবন্ত সময়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে
আজও স্বপ্ন কাতর আমি।
ভালোবাসার দীর্ঘ অদর্শণেও
তোমার উপস্থিতি টের পাই বুকের অলিন্দে,
বুক ছুঁয়ে আছো সারাবেলা গোপন সুখেরমতো
এই অসুখ জীবনের মর্মঘাতী সত্যের প্রকৃতি।
মৃত্যুরমতো ভয়ানক কালো সময়ে
দিন রাত নিজেকে খুঁজে বেড়াই তোমায়
ক্রুদ্ধ ঢেউয়ের নৃশংস ঝড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন