বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

যে আঁধারে তোমার শ্বেত কঙ্কন দেখা যায়,
তাঁকে কি আঁধার বলা ঠিক হবে?
তোমার গ্রীবা ছুঁয়ে আমায় উষ্ণতা দিয়ে
গ্রহণ-আঁধার কাটিয়ে রাহুকবল হতে মুক্তি পাবে
তোমার আমার ভালোবাসা।
একাকীত্বের কাছে পরাজিত হব না তুমি আমি,
পৃথিবীর যে প্রান্তেই থাকি,
তোমার আমার ভালবাসা হলে
ভাষাহীন চোখে তাকিয়ে দু’জন,
প্রলয়ের ঠিক আগ মুহূর্তে হলেও হাত ছুঁয়ে দেখব।
শৃংখল ভেঙ্গে পরিয়ে দিব শ্বেত কঙ্কন,
নীলাম্বরী শাড়ীতে ঢেকে দিব তোমার শ্বেত শুভ্র দেহ,
সংকটময় নিকষ রাত্রিতে চিনে নিব তোমার গ্রীবা।
কুয়াশাহীন সচ্ছ প্রভাতে
অন্ধদ্বীপের কোন শস্যহীন প্রান্তর পেরিয়ে
বেলা অবেলার অবলা কোন কুমারী
মূমুর্ষ সূর্যের পানে হাত বাড়িয়ে রয়,
একটুকু আলোর আশায়।
পৃথিবীর করোটি ভেদ করে
কিছু আলোকিত আঁধার,
বিধাতা পাঠিয়ে দেয় তোমার ঠিকানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন