শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

পাওয়া না পাওয়ার হিসাব ছাড়িয়ে
কেবল ভালোবাসার জন্যে এমন
আকুতি জীবনে দেখিনি কোন দিন,
পৃথিবীর শ্রেষ্ঠ প্রমিকের আসন তাই তোমায় দিলাম।
জন্মান্ধ এই আমাকে বিশ্বাসী প্রেমের
ভুবন তুমিই প্রথম দেখালে,
তোমার প্রেমের আলোয় প্রথম
আলোকিত হল আমার আঁধার ভুবন।
তোমার ভালোবাসার কাছে আজ
পরাজিত আমার সকল অহংকার,
তোমাতে সব সমর্পণ করে আজ আমি
তোমার শ্যাম রক্তে পোষা হলুদ পাখি।
তোমার ভালোবাসার প্রকাশে
সংকুচিত হয়ে যায়
আমার ভালোবাসার আকাশ,
এভাবে কি কেউ ভালোবাসে?
তোমাকে তোমারমতো করে
ভালোবাসতে পারিনি এখনও,
এই অক্ষমতা আমাকে পুড়ায়
তুমি আমায় হারিয়ে দিয়েছ!
জানি এই হার আমাকে
চিরকাল মেনে নিতে হবে,
তুমি জানোনা জীবনে কোনদিন
আমি কোথাও হারি নি।
বড় দেখতে ইচ্ছা করে
কি দিয়ে গড়া তোমার হৃদয়,
কি করে ভালোবাসা এতোটা নিঁখাদ
এতোটা আলোকিত তোমার ভেতর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন