বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

জীবনের কাছে ফের সমর্পিত হই
অবহেলা অভিমান ছাপিয়ে
ভালোবাসার ডাস্টারে মুছি জীবনের গ্লানি।
পৃথিবীর শেষ প্রান্তের
শেষ অগ্নিশিখা হয়ে
শেষবারেরমতো জ্বলে উঠি।
অমাবস্যার আঁধারের কাছে
হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরী
হয়ে যায় গরল বিশ্বাসী প্রেমিকা।
স্মৃতির খাদের ক্লেদে
ডুবে যেতে যেতে অপসৃত
নীল দংশনে দংশিত ভালোবাসা।
যন্ত্রণার গভীর গহীন কাঁটাঝোপে
পথ ভুলে কাঁটা বিঁধে কাতরায়
ভালোবাসার সবুজ ফালগুনী।
স্বপ্নের সার্বভৌম আকাশে
উড়ে বেড়ায় রাক্ষুসে বাজপাখি
নিচে পড়ে রক্তাক্ত ছায়া।
ফুরিয়ে যাবার কেন্দ্র বিন্দু থেকে
উঠে আসে প্রেমের দেবতা
শুরু হয় আবার পথ চলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন