বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

অথচ তুমি প্রতিদিন নির্মোহ চলে যাও
তোমার শূন্যতার অসীম অন্ধকার
আলিঙ্গন করে পিপাসায় ভেসে যাই
বৃষ্টির মতো চোখের জলের নোনা স্রোতে।
আগুনে ধাবমান পতঙ্গেরমতো
সাঁকোহীন এক দীর্ঘ নদী,
পার হবার ব্যকুল বাসনায়
বার বার ছুটে যাই।
তোমার প্রতিক্ষায় শতবর্ষি
বৃক্ষের মতো আজও
সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
যেখানে ভালোবাসা প্রজাপতির মতো।
ধুলো আর রিক্তদহনে মাখা
আমার আঁধার পৃথিবী
অপূর্ণতায় ঢাকা থাকে
ইন্দ্রিয়ে ঢেউ তুলে মিলায় সব আকুলতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন