শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সময়ের পতনে পাথরের ক্ষয়,
রাক্ষসী ধুলি ঝড়ের কবলে অবলা মরুভুমিতে,
ঝরে যাওয়া কিছু কাঁটার মাঝে নিঃশেষের ভয়।
মরু আর মেরুর ভাষা কি কখনো এক হয়?
আকাশের বিধ্বস্ত কিছু মেঘের আড়ালে
সূর্যের কিছু বিধ্বস্ত কিছু আলোর নিরব বিচ্ছুরন,
মরুপ্রান্থরে বেড়ে উঠা লোভী ফনিমনসা,
গিলে খায় কিছু জল, কিছু আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন